দেশজুড়ে

চালু হলো দেশের প্রথম সৌর বিদ্যুৎকেন্দ্র

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাঙামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম সৌর বিদ্যুৎকেন্দ্র চালু হলো। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও, ৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময়, প্রতিটি গ্রামে শহরের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন শেখ হাসিনা। এছাড়া, সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার জন্য আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

২০২০ সালের মধ্যে বিদ্যুতের মোট উৎপাদনের ১০ ভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদনের লক্ষ্যে, ২০১৭ সালের ৯ জুলাই প্রকল্পটির কাজ শুরু হয়। এ প্রকল্পের প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যয় ধরা হয়েছে পাঁচ টাকা ৪৮ পয়সা। পাওয়ার প্ল্যান্টটিতে ২৪ হাজার ১২টি প্যানেল স্থাপনের মাধ্যমে সোলার প্যানেলটি স্থাপন করা হয়েছে। এই ইউনিট থেকে ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত ৬.৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে, যা সোলারচালিত কেন্দ্রের জন্য সন্তোষজনক। এ প্রকল্প থেকে আগামী ২৫ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close