দেশজুড়ে
চার হাজার লিটার চোরাই ডিজেলসহ তিন জন আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় চার হাজার লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ডিজেল চুরির কাজে ব্যবহৃত ২০টি তেলের ব্যারেল এবং একটি স্টিল বডি ট্রলার উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে কলাপাড়ার টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির মাঝের হাওলা গ্রামের বাসিন্দা পান্না মিয়া ও মেহেদী হাসান এবং ধানখালী ইউপির দেবপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান।
আন্দারমানিক কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন জানান, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটারেজ জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে ক্রয় করেছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে নদীতে কোস্ট গার্ডের টহলরত সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে আটককৃতদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
/এন এইচ