প্রধান শিরোনামবিশ্বজুড়ে
চার মাস পর পুনরায় চালু হলো বাগদাদের বিমানবন্দর
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চার মাস পর পুনরায় চালু হলো ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার পুরোদমে ওই বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
করোনা মহামারির কারণেই দীর্ঘদিন ধরে ওই বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। কর্তৃপক্ষের সিদ্ধান্তে আবারও বিমানবন্দর স্বাভাবিক রূপে ফিরেছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন যে, বিমানবন্দর খুলে দেওয়া হলেও যাত্রীদের কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে।
তিনি জানিয়েছেন, ইরাকে প্রবেশ করা সব যাত্রীকে ফ্লাইটে ওঠার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষা করাতে হবে। করোনার ফলাফল নেগেটিভ থাকলেই তারা যাত্রা করতে পারবেন।
তিনি আরও জানিয়েছেন যে, যারা দেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করবেন তাদের অবশ্যই তাদের ফ্লাইটের কয়েকদিন আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মেপে দেখা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ইরাকে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ২ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ১২২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৬৯ হাজার ৪০৫ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৮ হাজার ৬৯৯টি। তবে ৩৭৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
/এন এইচ