দেশজুড়ে

চার কেজি সোনাসহ আটক বিমানের ২ জন ট্র্যাফিক হেলপার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই জন ট্র্যাফিক হেলপারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক হেলপাররা হলেন এমদাদ হোসেন চৌধুরী ও মো. আবদুর রহিম।

শনিবার (১৩ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় তাদের আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্‌স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, শনিবার ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসে থাই এয়ারের একটি ফ্লাইট (টিজি ৩২১)। থাই বিমানে আসা কিছু কার্গো মালামাল প্যালেটে করে ইম্পোর্ট কার্গোতে আসে। সেখান থেকে ওই সোনা নিজ হেফাজতে নেন হেলপার এমদাদ। তাকে সহযোগিতা করেন আরেক ট্র্যাফিক হেলপার মো. আবদুর রহিম।

এই প্রসঙ্গে মো. আলমগীর হোসেন বলেন, ‘আটক এমদাদ হোসেন ও মো. আবদুর রহিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলেও তিনি জানান।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close