খেলাধুলাপ্রধান শিরোনাম

চাপ থেকে ক্রিকেট হতে সরে দাঁড়াচ্ছেন পাপন!

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ (এজিএমর সভাপতি নাজমুল হাসান পাপনকে ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বলেছেন চিকিৎসক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বিষয়টি নিজেই জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজাধানীর একটি পাঁচ তারকা হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) বসেছিল বিসিবির। এরপর গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন সঙ্গে ক্রিকেট বোর্ডের অভিভাবক।

আগামী মাসেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। নতুন মেয়াদে আবারও বিসিবির হাল ধরতে দেখা যাবে কি না? এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বর্তমান সভাপতিকে।

পাপন বলেন, ‘১ বা দুই তারিখ (সেপ্টেম্বর) বোর্ড মিটিংয়ে নির্বাচন নিয়ে একটু ভিন্নতা পাবেন আপনারা। এটাতে সন্দেহ নেই। এবারের নিবার্চনটা অন্যগুলোর তুলনায় আলাদা হবে।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, চিকিৎসক ক্রিকেট সংশ্লিষ্ট চাপ থেকে দূরে থাকতে বলেছেন তাকে।

‘ক্রিকেটকে অনেক সময় দিতে হয়। জালাল ভাই (পরিচালক জালাল ইউনুস) ভাই নিউজিল্যান্ড ও ববি ভাই (পরিচালক সাজ্জাদুল আলম ববি) জিম্বাবুয়ে সফর করেছেন তারা বলতে পারবেন।’ চাপের বিষয়টি ইঙ্গিত দিয়ে পাপন বোঝাতে চেয়েছেন, ‘ভোর থেকে খেলা দেখা, সারারাত জেগে থাকা। ঘুমাতে যাওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা…।’ চিকিৎসকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হার আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে আমার মেজাজ খারাপ থাকে। আমার বউ-বাচ্চাও সামনে আসে না। ডাক্তার বলেছেন ক্রিকেট থেকে দূরে থাকতে। বোর্ডে থাকলেও যাতে এসব না করি।’

এদিকে ক্রিকেটকে এগিয়ে নিতে স্টেডিয়াম না বানিয়ে মাঠ কিনকে আগ্রহ প্রকাশ করেছে বোর্ড।

‘সবচেয়ে বড় বাধা বাংলাদেশের ক্রিকেটের যেটা সেটা হলো আমাদের খেলার মাঠ নাই। স্টেডিয়ামের কথা বলছি না। আমাদের স্টেডিয়ামের দরকার নেই, আমাদের খেলার মাঠ দরকার। ঢাকা শহরেও নেই, বাইরেও নেই। স্টেডিয়াম আছে, কিন্তু সেই স্টেডিয়ামে যেভাবে আমরা দেখতে চাই ক্রিকেটটাকে সেভাবে আসলে দেখতে পারছি না। আমাদের খেলার এমন মাঠ লাগবে যেখানে সবাই গিয়ে খেলতে পারবে।’

এসময় শেষ চার বছর বাংলাদেশ ক্রিকেটের অর্জনও তুলে ধরেন তিনি।

বিসিবি প্রধান বলেন, ‘বিগত চার বছরে মাঠের সাফল্য আমাদেরকে প্রশংসায় ভাসিয়েছে। প্রত্যেকে আমাদের কার্যক্রমে খুশি। এখন ছেলেদের জাতীয় দলে অনেক খেলোয়াড়। তারা ধারাবাহিক সাফল্য পাচ্ছে। আমাদের যুব দল বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আফ্রিকায়। মেয়েরা এশিয়া কাপ জিতেছে। ছেলেরা কিন্তু ত্রিদেশীয় সিরিজ জিতেছে। সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়।’

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close