দেশজুড়েপ্রধান শিরোনাম
চাকরির লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ; আটক ৩
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বান্দরবানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভালো চাকরির লোভ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে বান্দরবান বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. কাউছার আহম্মেদ, নয়ন রুদ্র ও মইনুল ইসলাম।
পুলিশ জানায়, টিয়ান্স গ্রুপ নামে একটি গ্রুপের সদস্য ওই তিন যুবক। তারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দেশে ভ্রমণ, ভালো চাকরির অফার এবং টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ হবে এমন লোভনীয় প্রস্তাব দিত। ছলচাতুরির মাধ্যমে টিয়েন্স গ্রুপের বান্দরবানের ডিলারশিপ লিডার কাউছার আহম্মেদ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভালো চাকরি দেয়ার নাম করে প্রতিজনের কাছ থেকে ৩ থেকে ৩০ হাজার টাকা করে আদায় করেছে।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ২-৩ মাস আগে এই টিয়েন্স গ্রুপ বান্দরবানে কাজ শুরু করে। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান বাজার থেকে তিন যুবককে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।