দেশজুড়েস্থানীয় সংবাদ
চাকরির আবেদন ফি কমানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় উচ্চহারে ফি আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীররের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় জাবির প্রায় ১৫০ জন বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশ নেন।
এসময় তারা সকল ধরণের নিয়োগ পরীক্ষার আবেদন ফি দুইশ’ টাকার মধ্যে রাখার দাবি জানান।
পরবর্তীতে মিছিলটি শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে কর্মসূচির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল উজ জামান বলেন, ‘‘উন্নত বিশ্বে যেখানে সরকার থেকে বেকারদের ভাতা দেয়া হয় সেখানে আমাদের দেশে চাকরির পরীক্ষার নামে বেকারদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। আবেদন ফি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। সকল ধরণের নিয়োগে আবেদন ফি দুইশ’ টাকার বেশি নেওয়া যাবে না। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বলেও জানান তিনি।’’
/এএস