তথ্যপ্রযুক্তি

চাঁদে পানির সন্ধান পেলো বিজ্ঞানীরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এক সময় মনে করা হতো, চাঁদ সম্পূর্ণ পানিশূন্য। সামান্য পানিও সেখানে নেই। কিন্তু এগারো বছর আগ নাসার এক বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন যে, চাঁদেও পানির অস্তিত্ব আছে।

এক আকর্ষণীয় অনুসন্ধানে, বিজ্ঞানীরা চাঁদজুড়ে ছড়িয়ে থাকা কাঁচের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁতির ভেতরে পানি আবিষ্কার করেছেন। চাঁদে পানি আবিষ্কারটি ‘আগামীর অনুসন্ধানকারীদের’ জন্য অনেক প্রয়োজনীয় হবে বলে অভিহিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ‘নেচার অ্যাসট্রনমি’ পত্রিকায় বিজ্ঞানীরা জানান, প্রত্যাশার তুলনায় অনেক বেশি পরিমাণ পানি আছে চাঁদে। এতো দিন বিজ্ঞানীরা তা বুঝতে পারেননি কারণ, চাঁদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বরফের আকারে জমে আছে অনেক পানি। কয়েক কোটি বছর ধরে ওই পানি ওই ভাবে জমে থাকার কারণে বিজ্ঞানীরা তা বুঝতে পারেননি।

যুক্তরাজ্যের অধ্যাপক মহেশ আনন্দ এজেন্সি ফ্রান্স-প্রেসকে (এএফপি) জানিয়েছেন, যখন রোদ থাকে তখন জলের অণুগুলি ‘চন্দ্র পৃষ্ঠের উপরে উঠতে’ দেখা যায়। নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণার সহ-লেখক আনন্দ বলেছেন, ‘তবে ঠিক কোথা থেকে পানি আসছে তা জানা যায়নি।’ সূত্র: ডেইলি সাবাহ

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close