দেশজুড়েপ্রধান শিরোনাম
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী মারা গেছেন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি।
শনিবার (০৮ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক ইকরাম চৌধুরী।
বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে বাবা মায়ের পাশে সাংবাদিক ইকরাম চৌধুরীকে দাফন করার কথা রয়েছে। তিনি দুই সন্তানের বাবা ছিলেন।
পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হলেও ৮০ দশকে সাংবাদিকতা পেশা শুরু করেন ইকরাম চৌধুরী। দীর্ঘদিন তিনি বিসিকে চাকরি করেন। বিগত ১৯৯৮ সালে সেই চাকরি ছেড়ে চাঁদপুর ফিরে দৈনিক ‘চাঁদপুর দর্পণ’ নামে একটি পত্রিকা প্রকাশনা করেন। চাঁদপুর প্রেসক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতি পদে দায়িত্ব পালন করেন ইকরাম চৌধুরী।
সবশেষ চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এবং জাগো নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া দৈনিক ইনকিলাব, যুগান্তরসহ আরো বেশ কয়েকটি দৈনিকে কাজ করেন সাংবাদিক ইকরাম চৌধুরী। চাঁদপুরের জ্যেষ্ঠ এ সাংবাদিকের মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
/এন এইচ