দেশজুড়ে

চাঁদপুরে ৫ ডাকাত আটক, স্পিডবোট আগ্নেয়াস্ত্র জব্দ

ঢাকা অর্থনীতি ডেস্ক: চাঁদপুরের পদ্মায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার আকতার হোসেন, ইকবাল মুন্সি, আবুল বাসার, শাকিল দেওয়ান ও ইয়ামিন।

অভিযান চলাকালে ১টি স্পিডবোট, ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পদ্মার চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া বাজার সংলগ্ন স্থানে পাটক্ষেতে আত্মগোপন করে। পরে সেখান থেকে পুলিশ দুইজনকে আটক করে এবং তাদের দেয়া তথ্যমতে রাতব্যাপী অভিযান চালিয়ে অপর তিন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। এছাড়া পলাতক অন্য ৮ ডাকাত সদস্যকে আটক করতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close