দেশজুড়ে
চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১১১
ঢাকা অর্থনীতি ডেস্ক: চাঁদপুরে নতুন করে আরও ১৪ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১।
নতুন করে শনাক্ত ১৪ জনের মধ্যে ৩ জন পরীক্ষার আগেই উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়া ওই ব্যক্তিদের একজন চাঁদপুর জেলা পরিষদ নারী সদস্য খোদেজা রহমান। বাকি দুজন কচুয়ার বাসিন্দা।
শুক্রবার (২২ মে) বিকেলে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজ (শুক্রবার) জেলার মোট ৪৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪ জন ‘পজিটিভ’। আর বাকি ২৯ জনের রিপোর্ট করোনা ‘নেগেটিভ’। নতুন করে ১৪ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১। এর মধ্যে মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ২১ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৮০ জন।
জেলায় করোনায় আক্রান্ত ১১১ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬২ জন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরে ৬ জন, হাজীগঞ্জে ৬ জন, মতলব দক্ষিণে ৬ জন, কচুয়ায় ৭ জন, শাহরাস্তিতে ৮ জন ও হাইমচরে ২ জন রয়েছেন।