বিশ্বজুড়ে
চলমান উত্তেজনা কমাতে পাকিস্তান-ইরানকে সংযত থাকার আহ্বান
ঢাকা অর্থনীতি ডেস্ক: চলমান উত্তেজনা কমাতে পাকিস্তান-ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।
শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা নিয়ে দুই দেশের মধ্যে চলছে সামরিক উত্তেজনা। তার মধ্যেই এই আহ্বান জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস দুই দেশের সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক হামলা এবং দুই পক্ষের প্রাণহানির ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব।
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে পাকিস্তানের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ অব্যাহত রয়েছে।
/এএস