তথ্যপ্রযুক্তি
চলতি বছরেই চালু হচ্ছে ফাইভ-জি
ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০২০ সালেই ফাইভ-জি নেটওয়ার্ক চালুর ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাজধানীর রমনায় বিটিআরসি ভবনে আয়োজিত বিগত বছরে বিটিআরসির নানা অর্জন তুলে ধরে এ কথা বলেন তিনি।
গ্রাহকের তুলনায় অপারেটরদরে স্প্রেকটাম কম হওয়ায় নিরবচ্ছিন্ন সেবা পেতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, শিগগিরিই স্প্রেকটামের দাম কমাতে অর্থমন্ত্রীর কাছে আবেদন করা হবে।
অনুষ্ঠানে বিটিআরসি কমিশনার জানান, এখন পর্যন্ত বিটিআরসির জরিপে কোনো টাওয়ার থেকেই ক্ষতিকর রেডিয়েশন পাওয়া যায়নি। চেয়ারম্যান জানান, জনশক্তির অভাবেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না বিটিআরসি।