শিক্ষা-সাহিত্য

চবিতে ১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ১২ ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস সংলগ্ন আবাসিক এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়রা সাপটি দেখে খবর দিলে চবির প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম সাপটি উদ্ধার করেন।

রফিকুল ইসলাম বলেন, এটি রাজগোখরা বা শঙ্খচূড় নামে পরিচিত। সাপটির বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী।

আবদুল ওয়াহেদ চৌধুরী বলেন, এটি তীব্র বিষধর প্রকৃতির সাপ, যদিও এটার কামড়ে মানুষ মরার রেকর্ড কম। এটা আমাদের ক্যাম্পাসে অনেক আগে থেকে আছে, তবে এটি বিরল প্রজাতির। কিং কোবরা সাপ অন্য সাপ খেয়ে বেঁচে থাকে। ঝোঁপের মধ্যে সাপটিকে দেখে মানুষ আতংকিত হয়ে পড়ে। আমরা সাপটিকে এখনও আমাদের আওতায় রেখেছি, এটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close