দেশজুড়েপ্রধান শিরোনাম

চতুর্থ চালানে দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ টিকা

ঢাকা অর্থনীতি ডেস্ক:  জাপান থেকে চতুর্থ চালানে অ্যাসট্রোজেনেকার ৭ লক্ষ ৮১ হাজার ৪৪০ ডোজ করোনা টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

শনিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ এসে পৌঁছায় এ চালান। টিকা বুঝে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১০ সদস্যের একটি দল দুপুর দুইটার পর বিমানবন্দরে এসে পৌঁছায়।

সামনের মাস থেকে সরকারি প্রচেষ্টায় টিকা আসতে থাকবে বলে জানানো হয় অধিদপ্তরের পক্ষ থেকে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সামনের সপ্তাহে ৬ লাখ ৮১ হাজার টিকা আসবে বলেও জানান তিনি। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান।

সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।

Related Articles

Leave a Reply

Close
Close