দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য
চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকদের নোবেল দেওয়া উচিত: মেয়র নাছির
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মনে করেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বুধবার দুপুরে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে দ্বিতীয় করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসাসেবার প্রশংসা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, ‘চমেক হাসপাতাল ১ হাজার ৩০০ শয্যার। কিন্তু প্রতিদিন সাড়ে তিন হাজার ভর্তি রোগী এবং বহির্বিভাগে আরও তিন হাজার রোগীকে সেবা দিতে হয়। প্রতিদিন সব মিলিয়ে ছয়-সাত হাজার রোগীকে সেবা দিতে হয়। করিডরে রোগী রাখতে হয়। সে কারণে আমি মনে করি, এই হাসপাতালে যে সব ডাক্তার-নার্স সেবা দিচ্ছেন, তাঁদের নোবেল পুরস্কার দেওয়া উচিত।’
মেয়র নাছির আরও বলেন, ‘পত্রিকায় প্রতিবেদন দেখি, ভুল চিকিৎসায় রোগী মারা গেছে, ডাক্তাররা ঠিকমতো চিকিৎসা করেন না। আমি মনে করি, ধারণার ওপর সংবাদ পরিবেশন করা উচিত নয়। এ জন্য সতর্ক থাকতে হবে। এতে করে চিকিৎসাব্যবস্থা নিয়ে মানুষের মনে নেতিবাচক ধারণা জন্মাবে।’
চমেক হাসপাতাল হৃদ্রোগ বিভাগ ও রোগী কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুল হক খান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ, হৃদ্রোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রবীর কুমার দাশ, শিশুরোগ বিশেষজ্ঞ বাসনা মুহুরি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রোগী কল্যাণ সমিতির সহসভাপতি তৈয়ব সিকদার প্রমুখ।
#এমএস