দেশজুড়েপ্রধান শিরোনাম
চট্টগ্রামে মাদকবাহী গাড়িচাপায় পুলিশ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন
ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় মাদকবাহী মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্য কাজী মোহাম্মদ সালাউদ্দিন নিহতের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুন) সকালে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার (১৮ জুন) রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন, উত্তম বিশ্বাস, রাশেদ ওরফে রাসেল ও সামসুল আলম।
সকালে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে রাঙামাটি জেলার বিভিন্ন স্থান থেকে চোলাই মদ সংগ্রহ করে নগরী, বোয়ালখালী ও পটিয়ায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
প্রসঙ্গত, গেল শুক্রবার (১১ জুন) নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দায়িত্ব পালনের সময় মাদকবাহী গাড়িচাপায় মারা যান পুলিশের উপ পরিদর্শক (এস আই) কাজী মোহাম্মদ সালাউদ্দিন।