শিক্ষা-সাহিত্য

চট্টগ্রামে এডুহাইভের পার্টনার সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান এবং শিক্ষকদের সাথে মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করেছে এডুটেক প্রতিষ্ঠান এডুহাইভ। শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিকে আরো সহজ ও ডিজিটালাইজ করার লক্ষ্যে এডুহাইভের যে কার্যক্রম তারই অংশ ছিল এই আয়োজন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথিদের কাছে শিক্ষা সহায়ক অ্যাপ এডুহাইভের বিভিন্ন ফিচার ও সুবিধাসমূহ তুলে ধরেন এডুহাইভের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মো. নাজমুল হক সরকার।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশন এর সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাধারন সম্পাদক আব্দুর রব সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ মোক্তার উদ্দিন এবং যুগ্ম সম্পাদক এইচ. এম. সোহরাব মোস্তফা (রিকন) সহ চট্টগ্রাম নগরের প্রায় পঞ্চাশের অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকগণ।

উল্লেখ্য, এডুহাইভ (eduhive.com.bd) বাংলাদেশের শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য প্রথম ও একমাত্র অনলাইন শিক্ষা বিষয়ক অ্যাপ। এডুহাইভে শিক্ষার্থীরা যেকোনো চাকুরী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে স্বনামধন্য শিক্ষক ও প্রতিষ্ঠানের কোর্স ও অনলাইন সলভ ক্লাস একসাথে পাবে।

দেশের সকল স্তরের এবং সকল প্রান্তের শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে এডুহাইভ। এডুহাইভ অ্যাপটি গুগল প্লে ষ্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে। এছাড়া অ্যাপটি মোবাইলে ডাউনলোড করা যাবে http://bit.ly/eduhiveAndroidApp এই লিংকে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close