দেশজুড়ে

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ

চট্টগ্রাম হাটহাজারীর ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

শনিবার (৩১ আগস্ট) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্ব পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

নিষিদ্ধ পলিথিন তৈরির সঙ্গে জড়িত কারখানা মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা সংবাদমাধ্যমে বলেন, ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় একটি বেনামি কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করা হয়েছে। কারখানার মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close