প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভার আশুলিয়ার কুখ্যাত ‘ডাকাত বিপ্লব’ র্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আমিনবাজার থেকে ১৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত বিপ্লবসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(০৩ নভেম্বর) রাত ১ টায় পুলিশ সুপার নরেশ চাকমা’র নেতৃত্বে র্যাব-৪ এর একটি দল আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, সাতক্ষীরা জেলার ডাকাত বিপ্লব ওরফে বিপ্লব ওরফে মোঃ আবু জাফর (৩০) এবং পাবনা জেলার মোঃ হাসান (৩০)।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় পরষ্পর যোগসাজসে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভারসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।
উল্লেখ্য আসামী ডাকাত বিপ্লবের নামে সাভার, আশুলিয়া, ধামরাই, মিরপুর মডেল থানায় একাধিক ডাকাতি, খুন, চাঁদাবজি, মাদকের মামলা সহ আন্তঃজেলা বাস ডাকাতির মামলা রয়েছে। ২০১৬ সালের চলন্ত বাসে আশুলিয়ার কুঁড়গাও নিবাসী কলেজছাত্র আবির সহ জোড়া খুন মামলার প্রধান আসামী ডাকাত বিপ্লব। সেসময় আশুলিয়া পুলিশের হাতেও আটক হয়েছিল সে।
র্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চাকমা বলেন, আসামী ডাকাত বিপ্লব একজন কুখ্যাত সন্ত্রাসী। সে সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় পেশাদার ডাকাত হিসেবে পরিচিত। বর্তমানে ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে।
/আরএম