দেশজুড়ে

চট্টগ্রামের কাউন্সিলর কারাগারে থেকেই নির্বাচিত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে কারাগারে থেকেই বিজয়ী হয়েছেন নূর মোস্তফা টিনু।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ১৬ ভোট বেশি পেয়েছেন তিনি।

এই উপ-নির্বাচনে কাউন্সিলরের একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে নুর মোস্তফা টিনু ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রউফ পেয়েছেন ৭৭৩ ভোট।

তবে, টিনুর বিরুদ্ধে চকবাজার ও তার আশেপাশের এলাকায় চাঁদাবাজি, দখলদারি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। গত ২০শে জুন অস্ত্র মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।

এর আগে গত বছরের ২২শে সেপ্টেম্বর টিনুকে চকবাজার এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। এই উপ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ১৮ই মার্চ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যু হলে কাউন্সিলরের পদটি শূন্য হয়।

/আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close