দেশজুড়েপ্রধান শিরোনাম

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর তাণ্ডব শুরু হতে পারে আজ থেকেই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর তাণ্ডব শুরু হতে পারে আজ থেকেই। বৈশ্বিক আবহাওয়াবিষয়ক সংস্থা আকু এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ এপ্রিল থেকে ৫ মের মধ্যে এর প্রভাব থাকবে। ২ মে’র মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় ‘আম্ফান’ কতটা শক্তিশালী হবে বা কোথায় আছড়ে পড়বে; তা জানা যাবে অতি শিগগিরই। তবে অনুমান করা হচ্ছে, ৩ মে’র মধ্যে মিয়ানমারে আঘান হানতে পারে এই ঘূর্ণিঝড়। এটি পরে বাংলাদেশ ও ভারতের দিকে ধাবিত হতে পারে।

এদিকে বুধবার(২৯ এপ্রিল) স্কাইমেট আবহাওয়া জানিয়েছে, ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরকে কেন্দ্র করে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন হয়েছে। ওই অঞ্চলে মেঘের ক্লাস্টারের উপস্থিতি পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপ গঠনের ইঙ্গিত দেয়।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ‘আম্ফান’ বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের বর্তমান তালিকার এটিই শেষ নাম। ৬৫তম ঘূর্ণিঝড়ের নামের জন্য ডব্লিউএমও আঞ্চলিক আবহাওয়া সংস্থা আরএসএমসির কাছে নামের তালিকা চেয়েছে। এই অঞ্চলে আরএসএমসির সদস্য বাংলাদেশসহ ১৩ দেশ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close