জীবন-যাপন

ঘূর্ণিঝড়ের নাম দেয় কে? এর পরের ঘূর্ণিঝড়ের নাম কি ?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বুলবুলের পর আসবে পবন ও আমফান। এ দুটি নামের পরই শেষ হচ্ছে এ পর্বের তালিকা। আবার হবে নতুন তালিকা। নাম শেষ হয়ে এসেছে ঘূর্ণিঝড়ের। আসবে নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম।

চাইলে নাম পাঠাতে পারবেন আপনিও। তবে সেটা বিবেচিত হবে বিশেষজ্ঞদের গোল টেবিল বৈঠকে। তারপর সবকিছু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর আবহাওয়া ভিত্তিক আঞ্চলিক কমিটি।

বুলবুল নামকরণ করেছে পাকিস্তান। আর আসতে চলা ঘূর্ণিঝড় পবনের নাম দিয়েছে শ্রীলঙ্কা। আমফানের নামকরণ করেছে থাইল্যান্ড। পূর্ববর্তী সামুদ্রিক ঝড়গুলোর মধ্যে ভারতের পুরীতে আছড়ে পড়া ‘ফণী’র তাণ্ডব লক্ষ্য করা গেছে উড়িষ্যা উপকূলে।

‘ফণী’র নামকরণ করেছিল বাংলাদেশ। সিডর (ওমান), নার্গিস (পাকিস্তান), বিজলি (ভারত), আয়লা (মালদ্বীপ) দেয়া। নিয়মানুসারে এই নামগুলো দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবে না দেশগুলো।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close