দেশজুড়ে
ঘুমন্ত অবস্থায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় রেজাউল ইসলাম নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
প্রতিবেশী ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, রাতে রেজাউল নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। তার আত্মচিৎকারে পরিবার ও প্রতিবেশী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তবে কী কারণে তাকে হত্যা করা হলো এখনই বলা সম্ভব হচ্ছে না।
/এন এইচ