জীবন-যাপন
ঘরোয়া এক উপাদানে তিন দিনেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রোদের তাপ ও ধুলাবালির কারণে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারাতে থাকে। তাই ঘরে থাকা এই দিনগুলো কাজে লাগান ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে। এক্ষেত্রে একটি মাত্র উপাদান জাদুর মতো ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
আর তা হচ্ছে, আলু। যা মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে। তাছাড়া আলুর রস চোখের নিচের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে। ঠিক তেমনি এটি মুখের লোম কুপে জমে থাকা ময়লা দূর করে। ফলে ত্বক আরো ফর্সা ও দাগহীন হয়ে ওঠে। চলুন জেনে নেয়া যাক এর ব্যবহার পদ্ধতি-
একটি আলু ভালো করে সিদ্ধ করে তা খোসা ছাড়িয়ে চটকিয়ে নিন। এবার এতে ২ থেকে ৩ চামচ টক দই মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। তারপর মুখ ভালো করে পরিষ্কার করে তাতে মিশ্রণটি ভালো করে মাসাজ করে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এতে ত্বকে জমে থাকা ময়লা, ধুলা লোমকূপ থেকে পরিষ্কার হয়ে মুখ আরো উজ্জ্বল ও ফর্সা হবে। সেই সঙ্গে মুখে কোনো দাগ থাকলে তা ধীরে ধীরে চলে যাবে। এই উপায়টি সপ্তাহে ৩ দিন করলে খুবই ভালো ফলাফল পাবেন।
/এন এইচ