স্বাস্থ্য
ঘরোয়া উপায়ে দুর করুন ত্বকের বার্ধক্যের ছাপ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দূষণ, অযত্ন, অতিরিক্ত কেমিকেল ব্যবহার ত্বকের নানা সমস্যার কারণ। এতে করে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে যায় খুব তাড়াতাড়ি। আপনাকে দেখায় বেশি বয়স্ক। এজন্য হয়তো নানা নামীদামী ব্র্যান্ডের কেমিকেলযুক্ত ক্রিমও ব্যবহার করেছেন।
তাতে সুফলের চেয়ে ত্বকের ক্ষতিই বেশি হয়েছে। তবে এসব কেমিকেলযুক্ত ক্রিম নয় ঘরোয়া উপায়ে করুন এর সমাধান। প্রাকৃতিক এসব উপাদান আপনার বার্ধক্যের ছাপ দূর করার পাশাপাশি ত্বককে করবে স্বাস্থ্যজ্জ্বল। এজন্য ব্যবহার করতে পারেন ঘরোয়া স্ক্রাব। জেনে নিন কীভাবে বানাবেন এই স্ক্রাব-
স্ক্রাবটি বানাতে এক চা চামচ গ্রিন টি এবং এক চা চামচ চিনি নিয়ে নিন। এরসঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান। পেস্টটি হাতে নিয়ে আলতো হাতে মুখে ম্যাসাজ করুন। ৩ থেকে ৫ মিনিট এটি আপনার মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি আপনার মুখের ময়লা এবং মরা চামড়া দূর করতে সাহায্য করবে।
সেইসঙ্গে গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডান্ট। যা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত। এটি আপনার মুখের সতেজতা বৃদ্ধি করবে এবং ব্রণ কমাতে সহায়তা করবে। বয়সের ছাপ দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করবে। সূত্রঃ টাইমসঅবইন্ডিয়া
/এন এইচ