প্রধান শিরোনামবিশ্বজুড়ে
ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে ফিলিপিন্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গনি’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রবল শক্তি নিয়ে ফিলিপিন্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গনি’। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় সকালে ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে উপকূলীয় এলাকা ‘বিকল’-এ আঘাত হানে ঝড়টি। জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির ফলে আগামী ১২ ঘণ্টায় দেশটির কয়েকটি প্রদেশে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এক সপ্তাহ আগে দেশটিতে ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে অন্তত ২২ জনের মৃত্যু হয়।
দেশটির আবহাওয়া বিভাগ জানায়, উপকূলে আঘাতের পর ঘূর্ণিঝড়টি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপেই রাজধানী ম্যানিলা অবস্থিত হওয়ায় অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
আগামী ১২ ঘণ্টা দেশটির বিকল অঞ্চলে ঝড়ো বাতাস, ভারী বৃষ্টিতে ঘূর্ণিঝড়টি ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুথপাত্র, ‘মার্ক তিমবাল জানান, ফিলিপিন্সের উপকূলে ঝড়টি অবস্থান করছে। আমরা গভীরভাবে বিষয়টি নজরে রাখছি।’
এদিকে ঝড়ের কারণে দেশটির বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, শরীরচর্চা কেন্দ্রসহ সব কিছু সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
/এন এইচ