দেশজুড়েপ্রধান শিরোনাম

গ্রেফতারের পর এবার বরখাস্ত হলেন নাটোরের সেই চেয়ারম্যান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নাটোরের লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষককে মারধর করার অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ রোববার (১৯শে এপ্রিল) দুপুরে তাকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশ লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এর আগে করোনার প্রভাবে লালপুরের ৯ নম্বর অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের শহিদুল ইসলাম কর্ম হারিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলেন। লোকের মুখে শুনে তিনি গত ১০ এপ্রিল ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১২ই এপ্রিল চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদারদের দিয়ে শহিদুল ইসলামকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধর করেন।

১৫ই এপ্রিল কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে পাবনার ঈশ্বরদী থেকে ১৭ই এপ্রিল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ ‘ত্রাণ চাওয়ায় কৃষক পেটানো’ সেই ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

/আরএম

 

Related Articles

Leave a Reply

Тест на Rychlý IQ test: houbu v lese najdete do 5 Ve hře Hádanku každý pátý vyřeší: Najděte 'divokou' chybu v místnosti za 5 sekund: jednoduchý IQ Chyba na obraze: najděte ji
Close
Close