দেশজুড়ে
গ্রেনেড হামলা দিবসে চরবংশী আওয়ামী লীগের কর্মসূচি
ঢাকা অর্থনীতি ডেস্ক: সারা দেশের মত একুশ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উঃচরবংশী ইউনিয়নের পশ্চিম কাচিয়াখালীতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলার কারণে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়াও আহত হন আরো ৪০০ দলীয় নেতা-কর্মী। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ-কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রশীদ কবিরাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং উঃচরবংশী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ হাওলাদার, তরুন নেতা নুরে আলম জিকু, হারুনুর রশীদ স্বপন সর্দার।
অনুষ্ঠানে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় হতাহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, আমরা সবাই একতাবদ্ধ হয়ে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে চাই। এই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবীও জানানো হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জুলহাস উদ্দিন হাওলাদার, আহাম্মদ আলী প্রমুখ।