প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাত দল

ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ডাকাত দল প্রবেশ করেছিল বলে জানিয়েছেন ব্যাংকটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম ইসমাইল হোসেন শেখ। তিনি বলেন, আত্মসমর্পণকারী তিন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। এরপর খেলনা পিস্তল ঠেকিয়ে কর্মকর্তাদের জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে তারা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে ব্যাংক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

জিএম বলেন, ব্যাংকের টাকা-পয়সা খোয়া যায়নি, জনগণের কোনো আমানতও খোয়া যায়নি। আগামী রোববার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মতো লেনদেন হবে।

ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও বলেন, ডাকাতরা হানা দেওয়ার সময় ব্যাংকে মোট ছয়জন গ্রাহক ছিলেন। তারা নিরাপদে আছেন। সেসময় ব্যাংকের ছিলেন সাতজন কর্মকর্তা, একজন অফিস সহকারী ও দুজন ফায়ার গার্ড। সবাই সুস্থ আছেন। ব্যাংকের সব টাকা গুনে দেখা হয়েছে, এক টাকাও খোয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Close
Close