দেশজুড়ে
গ্রাম আদালতকে শক্তিশালী করার আহ্বানে স্থানীয় সরকার
ঢাকা অর্থনীতি ডেস্ক: গ্রাম আদালতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সন্মেলনে তিনি এ আহ্বান জানান।
এ সময় মন্ত্রী বলেন, ‘গ্রাম আদালত শক্তিশালী করার ব্যাপারে অনেকগুলো পদক্ষেপ নেয়া হচ্ছে। অনেকগুলো কাজ আমরা করছি। এ বিষয়ে আপনারা এগিয়ে আসেন। বাস্তবায়ন করেন।’
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, চেয়ারম্যানদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য সরকারের কোনো নিজস্ব অর্থ বা আয় নেই। নিজ নিজ এলাকার ব্যবসা প্রতিষ্ঠানসহ এখতিয়ার ভুক্ত নানা খাত থেকে নিয়ম মেনে ট্রেড লাইসেন্স ও ইনসুরেন্স ভিত্তিক অর্থ আদায়ে সচেষ্ট থাকতে হবে। স্থানীয় প্রশাসনের হাতে গ্রাম পুলিশের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়ার আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী।
/এএস