দেশজুড়ে

গ্যাস সিলিন্ডারে লিকেজ, শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দুপুরে উপজেলার কাটখাল ইউপির হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রান্নার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দগ্ধরা হলেন- ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল মিয়া ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও উম্মে হানি এবং তাদের স্বজন পারভিন ও জুয়েনা।

প্রত্যক্ষদর্শী কাটখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামসুল হক রানা জানান, হাজিপুর গ্রামের আব্দুস সালামের ঘরে রান্না করার গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে আগেই গ্যাস পুরো ঘরে ছড়িয়ে ছিল। সালামের স্ত্রী সিপাইনেছা রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে পারছিলেন না। এ সময় তারা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনেই তারা দগ্ধ হন। পরে এলাকাবাসী গিয়ে ঘরের আগুন নেভানোসহ দগ্ধদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশের কাটখাল তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মাসুদ মিয়া জানান, দগ্ধ ৯ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, গ্যাস ব্যবহারে অজ্ঞতার কারণেই এ ঘটনা ঘটে। সিলিন্ডার থেকে যে প্লাস্টিকের পাইপটি চুলায় গেছে। সেটিতে কোনো সমস্যা রয়েছে কি-না, তা অনেকে খেয়াল করে না। আর এ অসাবধানতার কারণেই ৯ জন দগ্ধ হয়েছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close