দেশজুড়ে

গ্যাসের খালি সিলিন্ডারে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ আটক ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজার টেকনাফে গ্যাসের খালি সিলিন্ডার বোঝাই একটি ট্রাক থেকে দুই হাজার ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে টেকনাফস্থ ২বিজিবির অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার হ্নীলা ইউপির লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত আইয়ুব আলীর ছেলে মো. মামুনুর রশিদ, টেকনাফ সদর ইউপির পশ্চিম গোদারবিল এলাকার আবু তাহেরের ছেলে মো. আব্দুল্লাহ, একই ইউপির মহেশখালীয়া পাড়া এলাকার মৃত অলি আহমদের ছেলে মো. কাউসার।

টেকনাফ থেকে খালী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছালে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে চুম্বক দিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ হাজার ইয়াবা উদ্ধার করে চালক-হেলপারসহ ৩ যুবককে করা হয়। এসময় গাড়িটিও আটক করা হয়। পরে আটককৃত মালামালসহ আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেনস) খোরশেদ আলম।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close