দেশজুড়ে

গোসলে পানি বেশি খরচ না করতে বলায় মাকে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় গোসলে অতিরিক্ত পানি খরচ করতে নিষেধ করায় মা কদেবানু বেগমকে (৭০) পিটিয়ে হত্যা করল ছেলে ইদ্রিস আলী (৩৫)।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত কদেবানু শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছেলে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে। হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে দর্শনা শ্যামপুর নিজ বাড়ির গোসলখানার টিউবওয়েলে গোসল করছিল ছেলে ইদ্রিস আলী। এ সময় তার মা কদেবানু বেগম অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় ক্ষুব্ধ হয় ছেলে। পরে বালিধারা (লাঠি) দিয়ে মায়ের মাথায় আঘাত করলে মারাত্মক জখম হয় মা কদেবানু। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Close
Close