বিনোদন
গোল্ডেন লায়ন জিতলো ‘দ্য জোকার’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডিসি কমিকসের বিখ্যাত ভিলেনকে ঘিরে বানানো ‘দ্য জোকার’ বাগিয়ে নিলো ভেনিস চলচ্চিত্র উৎসবের সম্মানজনক সোনালি সিংহ (গোল্ডেন লায়ন)।
গ্র্যান্ড জুরি প্রাইজ তথা রৌপ্য সিংহ পেয়েছেন ফরাসি-পোলিশ নির্মাতা রোমান পোলানস্কি। তবে তার বানানো ‘অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই’কে প্রতিযোগিতা বিভাগে জায়গা দেওয়া নিয়ে বেশ বিতর্ক হয়েছে। কারণ ১৯৭৮ সালে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এছাড়া ৮৬ বছর বয়সী এই খ্যাতিমান পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিভিন্ন অভিযোগ রয়েছে। মিটু হ্যাশট্যাগ আন্দোলন ছড়িয়ে পড়ায় গত বছর অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তথা অস্কার থেকেও বহিষ্কার করা হয় তাকে।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে পোলানস্কি ছিলেন না। এ কারণে পুরস্কারটি গ্রহণ করেন তার স্ত্রী ফরাসি অভিনেত্রী ইমানুয়েল সিনার। ‘অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই’ ছবিতে অভিনয় করেছেন তিনিও। এর বিষয়বস্তু ঊনিশ শতকে রাজনৈতিক স্ক্যান্ডালের শিকার ফরাসি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ট্র্যাজেডি।
এবার প্রতিযোগিতা বিভাগে ছিল মোট ২১টি ছবি। এর মধ্যে নারী নির্মাতার কাজ স্থান পায় মাত্র দুটি। যদিও বিচারকদের প্রধান ছিলেন আর্জেন্টাইন নারী নির্মাতা লুক্রেজিয়া মারটেল।
সেরা অভিনেতা হয়েছেন ইতালির লুকা মারিনেল্লি। ‘মার্টিন ইডেন’ ছবিতে দরিদ্র কিন্তু উচ্চাভিলাষী লেখক চরিত্রে নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সেরা অভিনেত্রীর স্বীকৃতি উঠেছে ফ্রান্সের আরিয়ান আসকারিদের হাতে। ‘গ্লোরিয়া মুন্ডি’ ছবিতে পরিবারকে সহায়তা করতে মরিয়া মায়ের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন তিনি। পুরস্কার দুটি ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়া অভিবাসী ও তাদের উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মানুষদের উৎসর্গ করেন তারা।
#এমএস