দেশজুড়েপ্রধান শিরোনাম

গৃহবধূর গোসলের দৃশ্য ধারণ করে চাঁদা দাবি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া ও কোটবহুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয় গ্রামের মোবারক হোসেনের ছেলে বরকত, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোলাইমান এবং কোট বহুরিয়া গ্রামের বদর উদ্দিনের ছেলে আব্দুল আলীম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন আগে ওই গৃহবধূর নির্মাণাধীন বাড়িতে দিন মজুরের কাজ করত। সেই সুবাদে একদিন ওই গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ভিডিও করে ও ছবি তুলে। পরে ওই গৃহবধূকে ফোন করে বিষয়টি জানিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এতে গৃহবধূ সাড়া না দিলে গোসলের কয়েকটি ছবি গৃহবধূর ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠায়।

এ ঘটনায় মঙ্গলবার ওই গৃহবধূ থানায় অভিযোগ দিলে ওইদিন রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Close
Close