আশুলিয়াধামরাইপ্রধান শিরোনাম

গুজব রোধে আশুলিয়ায় শিল্প পুলিশের র‌্যালী

ঢাকা অর্থনীতি ডেস্ক: পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে- চলমান এই গুজব ও গণপিটুনির ঘটনা রোধে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে সাভারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ-১ এর পুলিশ লাইন্সে এই র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমানের সভাপতিত্বে সকালে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাস স্ট্যান্ড ঘুরে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি মহল দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন গুজব ছড়ানোর চেষ্টা করছে। তারা সাধারণ মানুষকে পুজি করে দেশের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানানো হয় আলোচনা সভায়।

Related Articles

Leave a Reply

Close
Close