তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোন অপরিচিত জায়গায় যাওয়ার আগে সেই রাস্তা আপনি নাই চিনতে পারেন। অনেক সময় চেনা রাস্তাও জ্যামের জন্য অচেনা হয়ে যায়। তখন শর্টকার্ট খুজতে গিয়ে অনেক সময়েই ভুলে বেশি রাস্তা ঘোরা হয়ে যায়।

তবে এই সমস্যার হাত থেকে বাঁচাতেই এসেছে গুগল ম্যাপ। সেই ম্যাপের নির্দেশে ঠিক ঠাক পথে গেলেই রাস্তা কমে খরচও কমবে।

আজ আমরা জানবো কি করে ফোন বা কম্পিউটার থেকে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন –

কম্পিউটার থেকে

১. কম্পিউটারের ওয়েব ব্রাইজারে গুগল ম্যাপ ওপেন করুন।
২. কোথাও যাওয়ার জায়গায় জুম ইন রাইট ক্লিক করুন।
৩. এবার মেজার ডিস্টেন্স সিলেক্ট করুন।
৪. এবার যেখান যাবেন সেই জায়গায় ক্লিক করুন। একাধিক জায়গায় যেতে চাইলে একাধিক পয়েন্টে ক্লিক করুন।
৫. এবার কালো দাগ ড্র্যাগন করে নির্দিষ্ট পথে যান। ম্যাপ ঐ পথের ডিস্টেন্স দেখিয়ে দেবে।

স্মার্টফোন থেকে গুগল ম্যাপের ব্যবহার

১. প্রথমে গুগল ম্যাপ ওপেন করুন।
২. এবার কোথাও যাওয়ার আগে সেই জায়গায় ট্যাপ করুন আর হোল্ড করে লাল পিন দিয়ে মার্ক করুন।
৩. এবার ম্যাপে জায়গায়র নাম দিন।
৪. এবার পপ আপ মেনু তে মেজার ডিস্টেন্স সিলেক্ট করুন।
৫. এবার ম্যাপটি ড্র্যাগ করে কালো সার্কেলকে ডিস্টেন্সে বসান।
৬. অ্যাপ থেকে একাধিক পয়েন্ট যোগ করুন।
৭. শেষে স্ক্রিনের নিচে কিলোমিটার আর মাইলে মোট দুরত্ব দেখাবে।

Related Articles

Leave a Reply

Close
Close