তথ্যপ্রযুক্তি

গাড়ির গতি জানিয়ে দেবে গুগল ম্যাপ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কয়েক মাস ধরে গুগল তাদের ম্যাপে নানা ধরনের নতুন নতুন ফিচার যুক্ত করছে। এবার সেই তালিকায় তারা গতিমাপক যন্ত্রের ফিচার যোগ করতে যাচ্ছে।

গুগল এর আগে তাদের ম্যাপে ‘স্পিড লিমিট ইন্ডিকেটরস’ যোগ করে। তারপর নিয়ে আসে ‘স্পিড অ্যাল্যার্ট ক্যামেরা’। এই ফিচার দু’টি যাতায়াতের পথে গতি নিয়ন্ত্রণে রাখতে এবং ওই রুটে সাম্প্রতিক দুর্ঘটনা সম্পর্কে সাবধান করতে সাহায্য করে।

শুধু তাই নয়; ‘প্রিভিউ’ নামক আরেকটি ফিচার এনেছে তারা। এটি থাকায় যাত্রা শুরুর আগেই ব্যবহারকারীদের যাত্রাপথের একটি মানচিত্র দেখা যায়, যা চালকদের ট্র্যাফিকের আপডেট দেখতে ও সেই অনুযায়ী গতিপথ বেছে নিতে সাহায্য করে।

নতুন ফিচারের কারণে আপনি পথ খোঁজার জন্য অ্যাপে তাকালেই গতি বুঝতে পারবেন। এর আপডেট সবার অ্যাপে এখনো পৌঁছায়নি। আপনার অ্যাপে আছে কি না, সেটি দেখতে ম্যাপের সেটিংসে যেতে হবে।

এরপর তিন লাইন চিহ্নে স্পর্শ করে স্ক্রিনের নিচের দিকে নামুন। সেটিংস নির্বাচন করুন। সেখান থেকে ‘Tap Navigation Settings’। এখানেই পাওয়ার কথা ‘Speedometer’। যদি না পান তবে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। একই সঙ্গে অ্যাপ আপডেট করে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Close
Close