বিশ্বজুড়ে

গাড়িতে কনডম না থাকলে জরিমানা!

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত ১ সেপ্টেম্বর থেকে ভারতে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে নতুন ট্রাফিক আইন। যদিও পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করা হয়নি। নতুন ট্রাফিক আইন ভাঙলেই গুনতে হচ্ছে মোটা টাকা জরিমানা।

সম্প্রতি ট্রাফিক আইন ভাঙার অপরাধে ২৩ হাজার থেকে প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বেশ কয়েকটি ঘটনাও সামনে এসেছে। একের পর এক নতুন ট্রাফিক আইনের ঠেলায় যখন রাতের ঘুম উড়তে বসেছে গাড়ির চালকদের, তখনই সামনে এল নতুন এক নিয়ম। গাড়ির ফার্স্ট এড বক্সে কনডম না থাকলে জরিমানার মুখে পড়তে হচ্ছে চালকদের!

সংবাদ সংস্থা এএনআই-কে দিল্লির ক্যাব চালকরা জানিয়েছেন, গাড়ির ফার্স্ট এড বক্সে কনডম না থাকলেই জরিমানা করছে ট্রাফিক পুলিশ। গাড়ির ফার্স্ট এড বক্সে কন্ডোম কেন রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, তার কারণ অবশ্য স্পষ্ট নয় ক্যাব চালকদের কাছে।

যদিও দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ক্যাব চালকদের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও ঘটনাই ঘটেনি। যদি কারও সঙ্গে এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে তিনি বা তাঁরালিখিত ভাবে এ বিষয়ে অভিযোগ জানাতে পারেন।

Related Articles

Leave a Reply

Close
Close