দেশজুড়ে
গাজীপুরে ২০০ পরিবারে বিদ্যুৎসংযোগ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশনের পালেরপাড়া ও টেকনগপাড়া এলাকায় ঈদ উপলক্ষে নতুন মিটার দিয়ে ২০০ গ্রাহককে তাৎক্ষণিক বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে।
সোমবার (০৩ জুন) ও মঙ্গলবার (০৪ জুন) গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে আলোর ফেরিওয়ালার মাধ্যমে এ সংযোগ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, ডিজিএম (সদর-কারিগরী) মোল্যা আবু জিহাদ, এজিএম (ওঅ্যান্ডএম) মো. বেলাল হোসেন, এজিএম (এমএস) মো. রিয়াদ কাইয়্যুম, এজিএম (ইঅ্যান্ডসি) মো. নাহিদ সিরাজ এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব সুপারভাইজার ও লাইনম্যানরা।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (সদর-কারিগরি) মোল্যা আবু জিহাদ জানান, ঈদ উপলক্ষে আলোর ফেরিওয়ালার মাধ্যমে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২০০ গ্রাহককে তাৎক্ষণিক বিদ্যুৎসংযোগ দেওয়া হয়। গ্রাহকদের ভোগান্তি লাঘবের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। এখন ফেরিওয়ালার মতো গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।