দেশজুড়ে

গাজীপুরে সাংবাদিক পরিচয়দানকারী গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরে নানা প্রতারণার সাথে জড়িত সাংবাদিক পরিচয়দানকারী মো. তাজবিরুল ইসলাম সবুজ ওরফে শেখ শিমুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় তার কাছে ভূয়া আইডি কার্ড, ৪টি পেনড্রাইভ, তিন রকমের ভিজিটিং কার্ড, ৪১টি সীমকার্ড উদ্ধার করে র‌্যাব।

ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. তাজবিরুল ইসলাম সবুজ ওরফে শেখ শিমুলকে। গ্রেপ্তারের পর বের হয়ে আসে প্রতারণার আরও তথ্য।

আজ মঙ্গলবার (১লা মার্চ) দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক পরিচয় দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিতো তাজবিরুল।

র‌্যাব-১ এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন আরও জানান, একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করতো সে। তারপর অশ্লীল ভিডিও ক্যামেরায় ধারণ করতো এবং বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ ওপেন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতো। এছাড়াও ব্ল্যাকমেইল করে ভিকটিমের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে বলে ভিকটিম অভিযোগ করে। গাজীপুরের গাছা এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী মো. তাজবিরুল ইসলাম সবুজ ওরফে শেখ শিমুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Close
Close