দেশজুড়ে
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’সুজন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, র্যাব-১ এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সালনা মোল্লাপাড়া এলাকায় কয়েকজন অস্ত্র ও মাদকবিক্রেতারা অবস্থান করছেন, এ খবরে রাত ২টার দিকে র্যাব-১ এর টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদকবিক্রেতারা র্যাব সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
একপর্যায়ে সুজন মিয়া গুলিবিদ্ধ হয় ও অন্যরা পালিয়ে যায়। পরে সুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ২টি শর্টগান, ২টি ওয়ান শুটারগান, ১ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।