দেশজুড়ে

গাজীপুরে প্রবাসী ও ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রবাসী ও এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামের প্রবাসী মোবারক হোসেন (৩৫) ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের এসআই নয়ন ভূইয়া মৃত মোবারকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান।

মৃত মোবারক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার লামুক্তা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি পৌর শহরের কেওয়া পূর্বখন্ড গ্রামের রফিক উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং কাতার প্রবাসী ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের লোহাইবাজার এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩২) সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মৃত আমিনুল ইসলাম নরসিংদীর শিবপুর থানার সৈয়দনগর গ্রামের ডা. করিম ভূইয়ার ছেলে। পরিবার নিয়ে ওই এলাকার আফাজ মোক্তারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা উভয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close