দেশজুড়ে
গাজীপুরে প্রতিবন্ধী ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে প্রতিবন্ধী ছেলেকে শ্বাসরোধে হত্যার পর বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) গভীর রাত ৩টার দিকে টঙ্গীবাজার বস্তাপট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- আবদুল হালিম (৪০) ও তার ছেলে নোমান হোসেন (৮)। তারা টঙ্গীবাজার বস্তাপট্টি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, স্ত্রী ইসনাহার বেগম ও প্রতিবন্ধী ছেলে নোমানকে নিয়ে আবদুল হালিম টঙ্গীবাজার বস্তাপট্টি এলাকার শাহজাদার বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তাদের পরিবারে অভাব-অনটন লেগেই থাকত। ছেলে নোমান প্রায় অসুস্থ থাকত। অভাবের কারণে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। এ নিয়ে আবদুল হালিম মনঃক্ষুণ্ন ছিলেন।
মঙ্গলবার রাতে খাবার খেয়ে স্ত্রী ও সন্তানসহ হালিম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হালিম নোমানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাত ৩টার দিকে তার স্ত্রী ইসনাহার বেগম চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে অন্যান্য ভাড়াটে ও স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় ঘরের মেঝেতে নোমানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর বারান্দার গ্রিলে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবদুল হালিমের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন তারা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, অভাবের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।