বিশ্বজুড়ে

গাছের চারা খাওয়ার অপরাধে ২ ছাগল গ্রেফতার!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অপরাধ করলে কাউকেই ছাড় নয় এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশ। এরই প্রেক্ষিতে সম্প্রতি তেলেঙ্গানায় গাছের চারা খাওয়ার অপরাধে দুটি ছাগলকে ‘গ্রেফতার’ করা হয়েছে।

ভারতের গণমাধ্যম নিউজ এইটটিন জানায়, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে তেলেঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদ শহরে।

‘সেভ দ্য ট্রিজ’ নামের একটি বেসরকারি সংগঠন নিজ উদ্যোগে ৯০০ গাছ লাগিয়েছিল। এরই মধ্যে দুইটি ছাগল একটি সরকারি হাসপাতালের প্রাঙ্গণে লাগানো সেই গাছগুলোর মধ্যে ২৫০টির মতো গাছ খেয়ে নষ্ট করে দেয়। এরপর ওই সংগঠনের কর্মীরা ছাগল দুটোকে আটক করে পুলিশের কাছে নিয়ে যায়। গাছ খাওয়ার কারণে ছাগল দুটির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেন তাঁরা।

স্থানীয় পুলিশ পরিদর্শক বাসামশেঠি মাধবী জানান, মালিকেরা এসে ১ হাজার রুপি জরিমানা দেওয়ার পর ছাগল দুটিকে ছেড়ে দেওয়া হয়। ছাগল দুটিকে যে আইনি ভাষায় গ্রেফতার করা হয়নি, সেটিও পরিষ্কার করে দিয়েছেন তিনি। কারণ ভারতীয় পেনাল কোডে কোনো পশুকে গ্রেফতার বা শাস্তির বিধান নেই।

তিনি বলেছেন, ‘জরিমানা আদায়ের পর আমরা ছাগল দুটিকে মালিকদের হাতে তুলে দিয়েছি। সঙ্গে সতর্ক করে দিয়েছি, উন্মুক্ত জায়গায় তাদের ছাগল যেন অন্যদের গাছের চারা নষ্ট না করে।’

Related Articles

Leave a Reply

Close
Close