দেশজুড়েপ্রধান শিরোনাম

গাইবান্ধায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৬

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই টাইলস বোঝাই কাভার্ডভ্যানের যাত্রী। তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন: রংপুরের পীরগঞ্জের সাহেদ মিয়া (৪০), কাজল মিয়া (৩২) ও গঙ্গাচড়া উপজেলার শাকিল ইসলাম( ৫৬)।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ পরিচালক এনামুল হক জানান, সকাল ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের ২টি দল হাইওয়ে পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। এসময় দুর্ঘটনাকবলিত বন্ধ থাকা কাভার্ডভ্যানের মধ্যে মৃত অবস্থায় ৩ জনকে ও ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছিলেন। তারা বগুড়া থেকে গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে যাচ্ছিলেন। পথে শিয়ালগাড়া নামে একটি জায়গায় উল্টো দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। সেখানেই ছেলে মারা যান, গুরুতর আহত বাবা অসির উদ্দিনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close