দেশজুড়েপ্রধান শিরোনাম
গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় ২ জন নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৭) ও একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে ভ্যানযাত্রী খোকন চন্দ্র (২৬)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল কাদের জিলানি জানান, সকালে বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ীতে যাচ্ছিল। পথে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই নিহত হন। পরে স্থানীয়রা ভ্যানের যাত্রী খোকনকে আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
/এন এইচ