প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

গাঁজাসহ দুই ছাত্রলীগ নেতা আটক

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাঁজা ও হাতুড়িসহ শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক জসীম উদ্দিন বিজয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার করসহ তিনজনকে আটক করেছে হল প্রশাসন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে হল প্রশাসন। পরবর্তীতে ওই রুমটি সিল গালা করে তাদের হল থেকে বের করে দেয়া হয়।

ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন বিজয় বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সজীব পরিসংখ্যান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। অপরজন হলেন পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খলীলুর রহমান শিবলু।

হল প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় হল পরিদর্শনে যান বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ। এ সময় হলের ৫০৬ নম্বর কক্ষ থেকে গাজার গন্ধ পেয়ে কক্ষের ভিতরে অভিযান চালান তিনি। তখন গন্ধ দূর করতে সজীব রুম স্প্রে করছিলেন। এবং বাকী দুইজন শুয়ে ছিলেন। পরে তাদেরকে উঠিয়ে টেবিলের ড্রয়ার থেকে ৩ প্যাকেট গাজা, বালিশের নিচ থেকে হাতুড়ি, সাদা রঙ্গের মাদকদ্রব্য এবং ড্রয়ার থেকে বন্ধ অবস্থায় ৩টি ফোন জব্দ করা হয়। পরে জব্দ কৃত দ্রব্য প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয় এবং তাৎক্ষণিকভাবে ঐ কক্ষ সিল গালা করে দেয়া হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, ‘আমরা মাদক সেবন রত অবস্থায় তিনজনকে হলের ৫০৬ নম্বর কক্ষে পেয়েছি। তাদের কাছে গাঁজা, হাতুড়ি এবং মাদকদ্রব্য পেয়েছি। প্রক্টরিয়াল বডির কাছে উদ্ধারকৃত দ্রব্য হস্তান্তর করেছি এবং কক্ষটি সিল গালা করে দিয়েছি।’

তবে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্টরিয়াল বডির বলে হল প্রাধ্যক্ষ দাবি করলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা জব্দ কৃত মাল পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো ছাত্রকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’

এ ব্যাপারে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জেনেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এখনই বসবো। শাখা ছাত্রলীগ কোনো দায়ভার নিবে না।’

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close