বিশ্বজুড়ে
গর্তে মিলল ৪৪টি লাশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মেক্সিকোতে একটি গর্ত থেকে ৪৪টি লাশ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। লাশগুলো ছিন্নবিচ্ছিন্ন করে ১১৯টি কালো ব্যাগে ভরে ওই গর্তের মধ্যে পুঁতে রাখা হয়েছিল। মেক্সিকোর সালিস্কো রাজ্যের একটি শহরে এ ঘটনা ঘটেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লাশগুলো খণ্ড খণ্ড অবস্থায় গর্তের মধ্যে ছিল। লাশগুলো পৃথকভাবে চিহ্নিত করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নিতে হয়েছে।
স্থানীয় বাসিন্দারা চলতি মাসের শুরুর দিকে লাশ পচনের গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন। পরে ওই অভিযোগের তদন্ত করতে গিয়ে লাশগুলোর সন্ধান পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সালিস্কো রাজ্যে এ বছরের শুরু দিকেও একবার এভাবেই লাশ পাওয়া গিয়েছিল।
সালিস্কো রাজ্যটি মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক ড্রাগ গ্যাংদের কেন্দ্র বলে বিবেচিত হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, লাশগুলো জট পাকানো অবস্থায় ছিল। তাই এগুলো আলাদা করে শনাক্তের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়। তবে স্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব ছিল না। তাই সরকারের কাছে আরও বিশেষজ্ঞ পাঠানোর জন্য আবেদন করা হয়।
বিশেষজ্ঞরা এখন পর্যন্ত ৪৪টি লাশ শনাক্ত করতে পেরেছেন। তবে এখনো অনেক দেহখণ্ডই শনাক্ত করা সম্ভব হয়নি।
#এমএস